ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

প্রকাশিত: ১১:২৫, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন'-এ প্রথমবারের মতো এ সেবা ব্যবহার করা হচ্ছে। সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য স্টারলিংকের ইন্টারনেট সংযোগ ব্যবহৃত হচ্ছে, যা বাংলাদেশে এই প্রযুক্তির বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।  

  

গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন প্রদান করে। এই অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে সেবা প্রদানের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও লাইসেন্স প্রাপ্তি আবশ্যক। ইতোমধ্যে লাইসেন্সিং প্রক্রিয়ার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংকের প্রযুক্তি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেবা চালু করতে সক্ষম হবে।  

 

স্টারলিংকের বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালের জুলাই মাসে প্রথম প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়। গত ১৩ ফেব্রুয়ারি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইলন মাস্কের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করলে এই উদ্যোগ আরও গতি পায়। গত মাসে ঢাকায় একাধিক পরীক্ষামূলক সংযোগ স্থাপনের মাধ্যমে স্টারলিংক তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।  

  

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের সফল বাস্তবায়ন বাংলাদেশের ডিজিটাল পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে পারে। স্যাটেলাইটভিত্তিক এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হবে, যা শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান ডিজিটাল বিভাজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে যখন প্রচলিত যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়, স্টারলিংকের সেবা জরুরি যোগাযোগ রক্ষায় কার্যকর সমাধান হিসেবে কাজ করতে পারে।  

 

চলতি বছর ভুটান দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালু করেছে। এবার বাংলাদেশে পরীক্ষামূলক সেবা চালুর মাধ্যমে এই অঞ্চলে স্টারলিংকের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে স্টারলিংকের সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল রূপান্তরে মাইলফলক হিসেবে কাজ করবে এবং টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আঁখি

×