ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের দায়ে সারা দেশে গ্রেপ্তার ৭২ জন, ১০ মামলা

প্রকাশিত: ১০:৩৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৩৬, ৯ এপ্রিল ২০২৫

বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের দায়ে সারা দেশে গ্রেপ্তার ৭২ জন, ১০ মামলা

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৯ এপ্রিল ২০২৫ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার খুলনায়, যেখানে ৩৩ জনকে আটক করা হয়েছে। সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হামলা ও ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগ রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা মেনে নেওয়া হবে না এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই পুরো দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আফরোজা

×