ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কেএফসি, বাটায় লুটপাটকারীরা মানবতার শত্রু: শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ০৯:২৯, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:২৯, ৯ এপ্রিল ২০২৫

কেএফসি, বাটায় লুটপাটকারীরা মানবতার শত্রু: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী, কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার। জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মত মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার স্বপক্ষে যে প্রতিবাদ সেটাকে তারা কলঙ্কিত করেছে।"

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "গতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করেছে। মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। একটা জিনিস আমাকে এখানে বলতেই হবে, এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী, কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার। এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতা লঙ্ঘন করেছে। তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মত মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার স্বপক্ষে যে প্রতিবাদ সেটাকে তারা কলঙ্কিত করেছে।"

তিনি আরও বলেন, "আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী, এই দখলদার তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম বিশ্ব বলবো না, সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তবে দুঃখ হয় আল্লাহ আমাদের বহু সম্পদ দেওয়া সত্ত্বেও বাঙালি জাতি, মুসলিম জাতির অন্যতম প্রধান তারা রুখে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতা পালন করেছে।"

তিনি  বলেন, "আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার স্বপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে ইসলামকে রক্ষা করা, আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে।"

সূত্র:https://tinyurl.com/2yt6npzc

আফরোজা

×