ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

হাসিনা পরিবার কেন আর ক্ষমতার রাজনীতিতে ফিরবে না?

প্রকাশিত: ০৫:১৮, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:১৯, ৯ এপ্রিল ২০২৫

হাসিনা পরিবার কেন আর ক্ষমতার রাজনীতিতে ফিরবে না?

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক শাহেদ আলম বলেছেন, বেগম খালেদা জিয়ার উপর এত অন্যায় অত্যাচার করা হয়েছে, বিএনপি নামক দলটিকে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা করা হয়েছে, দেড় লাখ নেতাকর্মীর নামে প্রায় অর্ধ লক্ষাধিক মামলা দেয়া হয়েছিল। বেগম জিয়াকে ২ কোটি টাকা দূর্নীতির মামলায় এমনভাবে জেলে রাখা হয়েছিল, স্লো পয়জনিং করা হয়েছিল যেন তিনি আর বেঁচে থাকতে না পারেন। তবুও বেগম জিয়া শুরু থেকে বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। যার ফলে নেতাকর্মীরা বছরের বছর চাঙ্গা ছিল মাঠপর্যায়ে। সে কারণে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। 

তিনি আরো বলেন, কিন্ত যেই দলের সভাপতি, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, ৩০০ জন এমপি সহ পালিয়ে যায় একটি দেশ থেকে সেই পালিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশের ররাজনীতিতে ফেরার আর রাস্তা থাকে না। আওয়ামী লীগের একজন নাবালক কর্মীও বিশ্বাস করবে না যে, শেখ হাসিনা রাজনীতিতে আবার ফিরতে পারবেন। ফেরার সম্ভাবনা আওয়ামী লীগ শুধু টিকিয়ে রেখেছে ভারতের সহযোগিতার মাধ্যমে।

তারা ভাবে মোদি ইউনূস সরকারকে আক্রমণ করবে বা বিএনপি ক্ষমতায় এলে মোদি আক্রমণ করবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি তে পুনর্বাসন করবে। কিন্ত না, শেখ হাসিনা ও তার পরিবারের রাজনীতিতে পুনর্বাসনের আর সম্ভাবনা নেই। হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অথবা ফিরবে না কিন্ত শেখ হাসিনার বা তার পরিবার আর ফিরতে পারবে না রাজনীতিতে।

 

সূত্রঃ https://youtu.be/ftfSVDHIrtY?si=nMxae7yxCBVFPRgh

রিফাত

×