ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে, তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে: ছাত্রদল সভাপতি

প্রকাশিত: ০৩:৪৩, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:৪৪, ৯ এপ্রিল ২০২৫

বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে, তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে: ছাত্রদল সভাপতি

ছবিঃ সংগৃহীত

ইসরাইলের ফিলিস্তিনে চলমান আগ্রাসী গণহত্যাকে বাংলাদেশ ছাত্রদল ঘৃণা এবং নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ছাত্রদল আয়োজিত সমাবেশে ছাত্রদলের সভাপতি এসব মন্তব্য করেন।

ছাত্রদলের সভাপতি বলেন, “এমন কোনো ভাষা নেই যার দ্বারা এই গণহত্যার তীব্রতা বর্ণনা করা সম্ভব, এটি এমন একটি নৃশংসতা যা ইতিহাসে বিরল। ফিলিস্তিনের উপর ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো দেখা যায়নি।”

ছাত্রদল সভাপতি আরও বলেন, “যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে, তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে যে হামলা হয়েছে, তা বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বাটা, পিজ্জা, ডোমিনোজ, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান—এগুলোসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যেসব সহিংস ঘটনা ঘটেছে, তার আমরা কঠোর নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রতিদিন বিপ্লবের কথা বলে। বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে, তাদের উদ্দেশ্য অবশ্যই অন্য কিছু। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই যে, ছাত্রদল কোনোভাবেই সহিংসতার সমর্থক নয়। ফিলিস্তিনের প্রশ্নে যেখানে সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা এক ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশে এ ধরনের নেক্কারজনক ঘটনা, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=4061889870763192&rdid=Pw5hWSzzTzJRDqsH

ইমরান

×