
ছবিঃ সংগৃহীত
চ্যানেল ৭১-এর নিয়মিত আয়োজন ‘ফেক নিউজ স্ক্যানার’-এ আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ এবং ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ-এর ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক প্রশ্ন করেন— কোন ক্যাটাগরির গুজব সবচেয়ে বেশি ছড়াচ্ছে—আন্তর্জাতিক না রাজনৈতিক?
এ প্রসঙ্গে রিদওয়ানুল ইসলাম বলেন, “বিশেষত ৫ আগস্টের পর বাংলাদেশের গুজবের বাস্তবতা ও পরিবেশ সম্পূর্ণভাবে বদলে গেছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নতুন কিছু নয়—এর আগেও আমরা বিভিন্ন সময়ে এই ধরনের সংঘাত দেখেছি এবং তখনও নানা ধরনের গুজব ছড়িয়েছে। তবে এবার বিষয়টা আলাদা। এখন এই আন্তর্জাতিক সংঘাতকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে একত্রিত করে গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেখা যাচ্ছে, সরকারের প্রধান উপদেষ্টাকে এই আন্তর্জাতিক ইস্যুর সঙ্গে জুড়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আবার কোথাও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মধ্যে প্রতিবাদ বা সংঘাত হলে, সেটাকে কেন্দ্র করে নতুন নতুন গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টা এমন পর্যায়ে পৌঁছেছে যে—গুজবের ব্যাপকতা এখন কল্পনার বাইরে। আমরা যারা ফ্যাক্টচেকিং নিয়ে কাজ করি, তাদের জন্য এটি হয়ে উঠেছে এক ধরনের অস্থিরতা।”
উদাহরণ হিসেবে রিদওয়ানুল ইসলাম বলেন, “অনেক পুরনো গুজব আবার নতুন করে সামনে আনা হচ্ছে। যেমন, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বলা হচ্ছে, তিনি নাকি গ্রামীণের মাধ্যমে ফিলিস্তিনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। অথচ এর কোনো ভিত্তি নেই।”
তিনি আরও যোগ করেন, “গুজবগুলো এখন শুধু রাজনৈতিক বা আন্তর্জাতিক—তা নয়; বরং এই দুই ক্যাটাগরিকে মিলিয়ে এমনভাবে ছড়ানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1634996307198669&rdid=cVtY1YNP2WvpHiET
ইমরান