ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সংঘবদ্ধভাবে গুজবের শিকার ড. ইউনূস!

প্রকাশিত: ০১:১১, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫০, ৯ এপ্রিল ২০২৫

সংঘবদ্ধভাবে গুজবের শিকার ড. ইউনূস!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে গুজব ও অপতথ্যের এক অস্থির সময় চলছে। বিশেষ করে গাজার গণহত্যা ইস্যুতে গত দুই দিন ধরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক অপপ্রচারের ঝড়। এই পরিস্থিতিতে সংঘবদ্ধভাবে গুজবের শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, ড. ইউনূস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করছেন। এই ছবির সঙ্গে সংযুক্ত করা হয়েছে একটি ফটোকার্ড, যেখানে যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে দাবি করা হয়েছে—“ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।”

ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই উস্কানিমূলক মন্তব্য করেন। তবে ফ্যাক্ট ওয়াচ এবং রিউমার স্ক্যানার নামক দুটি ফ্যাক্ট-চেকিং সংস্থা বিষয়টির সত্যতা যাচাই করে নিশ্চিত করেছে—ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি করা হয়েছে।

বিভ্রান্তিকর এই ছবিটির মূল সংস্করণটি ২০২৩ সালের একটি বৈঠকের সময় তোলা, যেখানে ড. ইউনূস করমর্দন করছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো ডি সুজা-র সঙ্গে। সেই ছবিতে নেতানিয়াহুর মুখ বসিয়ে ভুয়া প্রপাগান্ডা চালানো হয়েছে।

এছাড়াও ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়েছে—ড. ইউনূস নাকি বলেছেন, “ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে।” এই মন্তব্যটি নিয়েও সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। তবে পরে ফ্যাক্ট চেক করে দেখা গেছে, এটি একটি মনগড়া বক্তব্য। দ্য ডেইলি স্টার-এর লোগো ব্যবহার করে তৈরি করা ফটোকার্ডটিতে ড. ইউনূসের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে, ড. ইউনূস এমন কোনো মন্তব্য করেননি।

রিউমার চেক নিয়ে চ্যানেল একাত্তরের নিয়মিত আয়োজন 'ফেক নিউজ স্ক্যানার' এ এসব তথ্য তুলে ধরে হয়।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1634996307198669&rdid=cVtY1YNP2WvpHiET

ইমরান

×