
এ ধরনের একটা কনটেন্ট প্রকাশ করতে হবে সেটা কখনো ভাবিনি বলে মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
গতকাল নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সায়ের একথা জানান।
সায়ের তার পোস্টে বলেন, সমাজে যে এধরনের বিকৃত মানসিকতার মানুষরুপী কীট বসবাস করে সেটাও সম্ভবত আপনাদের জানা প্রয়োজন।
রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা এই ব্যক্তি প্রায় প্রতি রাতে তার বাসার উল্টোপাশের ভবনে একটি ফ্ল্যাটে বসবাসরত অপ্রাপ্তবয়স্ক কিশোরীর রুম লক্ষ্য করে এধরনের অঙ্গ ভঙ্গি করেন।
এই বিকৃত যৌন হয়রানীর শিকার কিশোরীটি জানায় লোকটি প্রায় রাতে তার রুমের দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকে, আর যখনই মেয়েটিকে দেখে তখন ইশারায় নিজের মোবাইল নম্বর প্রদান করতে চায় আর এই কুৎসিত রকমের অঙ্গভঙ্গি করা শুরু করে।
কি ভয়াবহ নোংরামি! এই লোকের পরিচয়, পরিবারের তথ্য এবং ঠিকানা আমার কাছে আছে, এই ভিডিও প্রকাশের পর যদি তিনি মেয়েটিকে আর কখনো কোনোভাবে হয়রানী করার চেষ্টা করেন, তাহলে তার এবং তার পরিবারের সদস্যদের নাম পরিচয়সহ, বিস্তারিত ঠিকানা পাবলিকলি প্রকাশ করা হবে।
ফুয়াদ