ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে বর্বরতা

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:২৪, ৯ এপ্রিল ২০২৫

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারও সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ছাত্রদল, ছাত্রশিবির ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার ফাঁসির দাবি জানানো হয়।

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে নেত্রকোনার কবি-লেখকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এদিকে, গাজীপুরে ইসরাইল বিরোধী মিছিল চলাকালে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে ও পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রদলের আয়োজনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সিরাজুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় ও আব্দুল খালেক শুভর সভাপতিত্বে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা কৃষক দল সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জিন্নাহ খান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
গাজীপুর ॥ ইসরাইলি আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ। দেশকে অস্থিতিশীল এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার জিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো. সবুজের ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া (নতুনবাজার) এলাকার মো. কামালের ছেলে শিমুল আহম্মেদ শাওন (২০), শরিয়তপুরের বাহেরচার থানার মোল্লারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) এবং গাজীপুরের পূর্ব কলমেশ^র এলাকার আমীর হোসেনের ছেলে। 
জানা যায়, সোমবার দুপরে মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় ইসরাইলি আগ্রাসন বিরোধী মিছিল বের করা হয়। মিছিল থেকে গ্রেপ্তারকৃতরা পূর্ব পরিকল্পিতভাবে তৃপ্তি ও রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের শনাক্ত করে পুলিশ। রাতেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম ॥ গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় তারা ইসরাইলি পণ্য বয়কট করতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানানোর পাশাপাশি গাজায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের নিশ্চুপ থাকাকে ভ-ামি বলে আখ্যায়িত করে। মঙ্গলবার নগরীর কাজির দেউড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। 
সমাবেশে চট্টগ্রাম মহানগর শিবির সভাপতি তানভীর হোসেন সোহেল বলেন, ইসরাইল সন্ত্রাসীগোষ্ঠী ফিলিস্তিন ভাইবোনদের ওপর হত্যাকা- চালিয়ে যাচ্ছে। এসব বন্ধ করতে হবে। মুসলমানরা কারও কাছে মাথা নত করতে জানে না। তিনি বলেন, জাতিসংঘ ভ-ামি করছে, আজকে মানবাধিকার কোথায়? মানবাধিকার লঙ্ঘন হলেও জাতিসংঘ নিশ্চুপ। 
চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মো. ইব্রাহিম রনি বলেন, সোমবার বিক্ষোভ হয়েছে। কিন্তু শান্তিপ্রিয় চট্টগ্রামে সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে একশ্রেণির মানুষ। তারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করেছে। যারা হামলা করেছে তারা ফিলিস্তিনের পক্ষে না। 
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মো. ইব্রাহিম বলেন, ফিলিস্তিনে নারী-পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে। ইসরাইল প্রমাণ করেছে তারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। নেতানিয়াহু এবং ট্রাম্প যদি মনে করে সেখানে তারা টিকে থাকবে দীর্ঘদিন, তাহলে ভুল। 
খুলনা ॥ ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গণসমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রদল ও সর্বস্তরের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিভিন্ন কলেজ ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে নগরীর শিববাড়ি মোড়ে এসে এক সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ আরিফুর রহমান আরিফ, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, হেদায়েতুল্লাহ দীপু, নাম্মিন হোসেন মারজান প্রমুখ। শিববাড়ি মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউস মোড়ে গিয়ে শেষ হয়। 
অপরদিকে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে নগরী শিববাড়ি মোড়ে বিকাল ৪টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সিলেট ॥ কোনো ইসরাইলি পণ্য বিক্রি করবে না মিষ্টান্ন ও ভোগ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড এবং বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানি দুটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। ফিজা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোক ও পেপসি কোম্পানির সকল প্রকার পণ্যসহ ইসরাইলি যাবতীয় পণ্য ফিজার সকল শো রুমে প্রদর্শন ও বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নেত্রকোনা ॥ ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বোরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে নেত্রকোনার কবি-লেখকরা কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা সদরের বকুলতলার খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। নেত্রকোনা সাহিত্য সমাজ নামে একটি সংগঠন কর্মসূচির আয়োজন করে।  
ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ ইসরাইলের বর্বরোচিত হামলা ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁসি দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে ক্ষোভ জানান।
শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
বাগেরহাট ॥ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদমুখর হয়ে উঠেছে বাগেরহাটের ছাত্র-জনতা। তারা ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার বাগেরহাট জেলা ছাত্রদলের আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আলী সাদ্দাম আহমেদ দীপ, ফয়সাল মোর্শেদ, শেখ আল মামুন, আল ইমরান, শামিম শিকদার, রানা দিদার, শাওন, টুটুল, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সাগর, তরিকুল মল্লিক, ইমরান খান আবির, রিয়াদ, মিজান, সার্জা, সামির, রথী, রোহিত, শামিম মুন্সি, জসিম মিনা, ফারহান মাসুক প্রমুখ।
দুমকি, পটুয়াখালী ॥ গাজায় সাধারণ জনসাধারণের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘স্টপ জেনোসাইড ইন গাজা’র অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে জনতা ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়া।
দুমকি সরকারি জনতা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল আলম সাঈদ মৃধার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাহদাত হোসেন, ওবায়দুল ইসলাম অভি সদস্য নুরুজ্জামান সিজান, গোলাম কিবরিয়া প্রমুখ। 
বরিশাল ॥ ফিলিস্তিনের ওপর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কটের দাবিতে মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে মহাসড়কের কলেজ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব মো. আল-আমিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারভেজসহ অন্যরা। 

রাজশাহী ॥ ফিলিস্তিনে মুসলিম জনগণের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরইলের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়েছে। মঙ্গলবার মহানগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন ও কুশপুতুল দাহ করা হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 
এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষ অনুষ্ঠিত এক সমাবেশে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করা হয়। 
বগুড়া ॥ গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার শহরের কেন্দ্রস্থল সাতমাথায় জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সমাবেশ থেকে ইসরাইলের আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোশারফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। 
মাগুরা ॥ ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও হত্যার প্রতিবাদে জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাম ও গণতান্ত্রিক জোট মাগুরা শাখা ও বাংলাদেশ জাসদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। নানা স্লোগানসহ মিছিলটি প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে সেখানে গিয়েই শেষ হয়।  বক্তারা গাজায় ইসলরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান। 
এদিকে, গাজায় গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলার আইনজীবীরা মানববন্ধন করেছেন। জেলা জজ আদালতের সামনের সড়কে মাগুরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মানববন্ধনে  সর্বস্তরের  আইনজীবীরা অংশ নেন। বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল প্রমুখ। বক্তারা গাজায় ইসলরাইলি বাহিনীর ফিলিস্তিনিদের ওপর  বর্বর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন। 
চুয়াডাঙ্গা ॥ ইসরাইলি বাহিনীর নির্বিচারে নারী-শিশুসহ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদিক্ষণ করে বড়বাজার শহীদ হাসান চত্বরে সমাবেশ করে। 
এসময় জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ ও অবিলম্বে গাজায়  গণহত্যা বন্ধের দাবি জানান।
ঝিনাইদহ ॥ গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় নেতাকর্মীরা ইসরাইলি বর্বরতা রুখতে তাদের ও মার্কিন পণ্য বয়কটের ডাক দেন। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। 
মাদারীপুর ও শিবচর ॥ ফিলিস্তিনির গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিবচর পৌরসভা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শিবচর নন্দকুমার ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। 
এতে বক্তব্য রাখেন, শিবচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শফিক, সদস্য সচিব সাইদুজ্জামান নাসিম, শিবচর পৌর ছাত্রদল সভাপতি মো. শিহাব খানসহ অনেকে। অন্যদিকে রাজৈরে ইসরাইলের সব ধরণের পণ্য বিক্রি বন্ধের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজৈর উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর ॥ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি মৌন মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করা হয়।

×