ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

হাসিনার প্রত্যর্পণ আলোচনা: যা বললেন উপদেষ্টা ও হাই রিপ্রেজেন্টেটিভ

প্রকাশিত: ০০:১৭, ৯ এপ্রিল ২০২৫

হাসিনার প্রত্যর্পণ আলোচনা: যা বললেন উপদেষ্টা ও হাই রিপ্রেজেন্টেটিভ

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাঈম আলী।

ড. খলিলুর রহমান বলেন, “সম্প্রতি বিএমসটেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোদী স্পষ্টভাবে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তিবিশেষ বা দলের সঙ্গে নয়, বরং রাষ্ট্রে-রাষ্ট্রের সম্পর্ক।”

তিনি আরও বলেন, “আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে এখন থেকে দুই পক্ষ কাজ করবে। বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমেই এগিয়ে যাবে।”

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি বা অস্থিরতা চায় না। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×