ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস

প্রকাশিত: ২৩:৫৪, ৮ এপ্রিল ২০২৫

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি হাস।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকে তারা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ।

উল্লেখ্য, পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত পদ থেকে অবসরের পর, ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।

সূত্রঃ https://youtu.be/0v2bxiP9b9Y?si=QU1U7dIWvbj7LsiJ

ইমরান

×