ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ঘোস্ট ম্যারেজ

বিবিসি

প্রকাশিত: ২৩:৫০, ৮ এপ্রিল ২০২৫

ঘোস্ট ম্যারেজ

দু’জনের বিয়ে বন্ধনের বিষয় একই

বিয়ে, স্থান ভেদে নিয়ম কানুন পৃথক হলেও, দু’জনের বিয়ে বন্ধনের বিষয় একই। কেউ ভালোবেসে বিয়ে করেন, আবার কেউ পরিবারের পছন্দের পাত্র বা পাত্রীকে জীবন সঙ্গী বানান। কিন্তু জানেন কি, ঘোস্ট ম্যারেজ বলেও কিছু হয় ? সেখানে বিয়ে হয় মৃতের সঙ্গে। এই প্রথা প্রায় তিন হাজার বছরের পুরনো বলে জানা যায়। জনশ্রুতি আছে, এই ঘোস্ট ম্যারেজ বা ভূত-বিয়ের চল মূলত চীনে। তারা মনে করেন, অবিবাহিত কেউ মারা গেলে, তার যদি বিয়ে দেওয়া হয়, তাহলে পরকালে আর অন্তত একাকিত্ব ভোগ করবেন না ওই মৃত ব্যক্তি।
অবিবাহিত মেয়ে বা ছেলে মারা গেলে, পরিবার তার জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বের করে, দেহ কবর থেকে তুলে সাজিয়ে গুছিয়ে বিয়ের ম-পে বসিয়ে দেন। 
জানা যায়, চীনের প্রত্যন্ত গ্রামগুলোতে এই প্রথার চল ছিল। সেখানকার কিছু স্থানীয় বাসিন্দা বিশ্বাস করেন যে, যদি একজন বিবাহিত মহিলার সমাধি একজন অবিবাহিত পুরুষের সমাধির পাশে তৈরি করা হয়, তাহলে তিনি পরবর্তী জীবনে অবিবাহিত থাকবেন না। এই বিয়েগুলো যথেষ্ট ব্যয়বহুল, পরিবারগুলো প্রচুর অর্থ ব্যয় করে। চীনা সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, কিছু অঞ্চলে এখনো এই বিয়ের রীতি রয়ে গিয়েছে।-বিবিসি

×