
ছবিঃ সংগৃহীত
স্যামসাং বাংলাদেশের চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে আগ্রহী ছিল, তবে জমির মিউটেশন সংক্রান্ত জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হওয়ায় শুধু স্যামসাং নয়, আরও অনেক বড় বিনিয়োগকারী বাংলাদেশ থেকে সরে গেছে। স্যামসাং পরবর্তীতে বাংলাদেশ বাদ দিয়ে ভিয়েতনামে বিনিয়োগ করে। অথচ বর্তমান সরকার মাত্র দুই মাসে সেই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করেছে, যা গত দশ বছরে সম্ভব হয়নি।
আশিক মাহমুদ জানান, বিডায় 'প্রজেক্ট অ্যাম্বাসেডর' নামে একটি দল গঠন করা হয়েছে, যারা আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে সমন্বয় করেছে এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সহায়তায় সমস্যার সমাধান করেছে। তিনি বলেন, ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাং জানিয়ে ছিলেন, জমির কাগজপত্র সংক্রান্ত অনিশ্চয়তার কারণেই স্যামসাং সরে গেছে। এবার বিনিয়োগ সম্মেলনে কিহাক সাং প্রায় ৩০ জন কোরিয়ান বিনিয়োগকারী নিয়ে এসেছেন এবং তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-329086
মারিয়া