ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

একজন বিশ্ব চিন্তক থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন ড. ইউনূস, ৫ বছর সরকার থাকা প্রসঙ্গে আশফাক কায়সার

প্রকাশিত: ২২:২৭, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৮, ৮ এপ্রিল ২০২৫

একজন বিশ্ব চিন্তক থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন ড. ইউনূস, ৫ বছর সরকার থাকা প্রসঙ্গে আশফাক কায়সার

ছবিঃ সংগৃহীত

প্রফেসর ইউনূসকে ৫ বছর সময় দেওয়া উচিত, আসল না কৃত্রিম—এই প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক আশফাক কায়সার বলেন, “আমার মনে হয় কৃত্রিমভাবে না। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে অনেক রাজনীতি সচেতন, তারা রাজনীতির ভেতরটাও দেখতে পারে।”

তিনি বলেন, “প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নেন এবং তার ক্যাবিনেট শক্তিশালী হয়নি, অবসরপ্রাপ্তদের নিয়ে করা হয়েছে—তারা অথর্ব, অসাড়, প্রেমিক সরকার—এগুলো আমিই বলেছি, এনজিও সরকার যা যা বলতে পারি। কারণ এখন তো মত প্রকাশের দুর্বার স্বাধীনতা। গত ৭ মাসে আমি অনেকভাবে সরকারকে প্রশংসা, সমালোচনা, তিরস্কার সবই করেছি। সরকারের ভেতরেও দুটি তিনটি গ্রুপের অস্তিত্ব আমি টের পেয়েছি।”

আশফাক কায়সার আরও বলেন, “আমরা যেভাবে একাট্টা হয়ে সরকারকে পলাতকদের ব্যাপারে আচরণ করতে দেখতে চেয়েছিলাম, সেটি আমরা দেখিনি। হয়তো এ সরকার অনেক ভদ্র মানুষের, সুশীল সমাজের সরকার—এজন্য এমন হয়েছে।” 

তবে প্রফেসর ইউনূস সম্পর্কে তিনি বলেন, “গত এক-দেড় মাসে আমরা প্রফেসর ইউনূসকে দেখতে পেয়েছি—একজন বিশ্ব চিন্তক থেকে সরকারপ্রধান বা রাষ্ট্রনায়ক হওয়ার মতো বিষয়গুলো তার মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। সেখানে তার পরিষদবর্গ আগের মতোই পাঁচ মার্ক পেতে খুব সংকটে আছে।”

তবে ইউনূসের কৌশলগত অবস্থান নিয়ে আশফাক কায়সার বলেন, “উনি যেটা করেছেন যে সেভেন সিস্টার নিয়ে যখন কথা বলবেন, সেটা যখন চীনেতে গিয়ে বলেন—সেটার ভূরাজনৈতিক গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন এবং সেটিই তিনি করেছেন। নরেন্দ্র মোদী তাঁর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন না। কিন্তু যেই মুহূর্তে ইউনূস সেভেন সিস্টারস নিয়ে চীনেতে আলাপ করেছেন, তখনই মোদী সাক্ষাৎকারের সময় দিয়ে দিয়েছেন। এই যে কৌশলগত সিদ্ধান্তগুলো তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।”

তথ্যসূত্রঃ https://youtu.be/zxTzak8mBP4?si=gw_dr1Ad1MVlGdEG

মারিয়া

আরো পড়ুন  

×