
ছবি: সংগৃহীত
ইতালিতে যাওয়ার অপেক্ষায় থাকা একদল ভিসা প্রত্যাশী আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করেছেন। তারা ইতালির ভিসা প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রিতার অবসান দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা অনেক আগেই ইতালির ভিসার জন্য আবেদন করেছিলেন, তবে মাসের পর মাস অপেক্ষার পরও ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। একজন বিক্ষোভকারী জানান, "আমরা আমাদের পাসপোর্টে কোনো ভিসার সিল না পেয়ে হতাশ। আমাদের কাগজপত্র ও নলস্তা (ডকুমেন্ট) সবই সঠিক। এমনকি ইতালির পক্ষ থেকে আমাদের মালিকরা ভিসা প্রদানের অনুরোধ করলেও সাড়া পাওয়া যাচ্ছে না।"
তারা আরও জানান, ২০২৩ সালের নভেম্বরে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যা তাদের জীবনের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
মেহেদী হাসান