ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:০৫, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:০৬, ৮ এপ্রিল ২০২৫

‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসরায়েল একটি সন্ত্রাসী, বর্বর ও মানবতা বিবর্জিত রাষ্ট্র। বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েল একের পর এক বর্বর হামলা চালাচ্ছে।

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌর শহরের সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'নারী, শিশুসহ নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ ও বিক্ষোভে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবেলা করতে হবে।' ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, 'ফিলিস্তিনি নারী-পুরুষ, শিশু-সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না।' এছাড়া তিনি ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ গণসংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে যোগ দেন। এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে মাহালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সরকারী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক মির্জা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর প্রমুখ বক্তব্য রাখেন।

নাঈম আহমেদ/রাকিব

আরো পড়ুন  

×