
ছবি: সংগৃহীত
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের অন্যতম বিপজ্জনক অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বতশৃঙ্গ জয় করেছেন পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী। সফল অভিযাত্রার পর নিরাপদে ৪,১৩০ মিটার উচ্চতার বেজক্যাম্পে ফিরে এসে গতকাল রাত ৮:৩০টায় সাংবাদিকদের জানান, 'আমি ঠিকঠাক আছি। আজ বিকেলে বেজক্যাম্পে পৌঁছেছি।'
অভিযানের সময় তাঁর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফুর্বা অংগেল। বাবর জানান, ক্যাম্প ২ ও ৩-এর পথে প্রতিনিয়ত তুষারধস ও পাথর পড়ার ঝুঁকি থাকে। অভিযানের সময়ই তিনি দুজন শেরপার মৃত্যুর খবর পান। ঝুঁকি বিবেচনায় তিনি অন্নপূর্ণা-১ কে ১০-এ ১০ এবং তুলনায় এভারেস্টকে ১০-এ ২, ও লোৎসেকে ১০-এ ৪ দেন।
চট্টগ্রামভিত্তিক ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাবর আলী পেশায় একজন চিকিৎসক। গত বছর তিনি একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করেন।
চূড়ার উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা শুরু করেন ৩ এপ্রিল। ক্যাম্প ৩ থেকেই তিনি সামিট পুশ করেন ৬ এপ্রিল রাতে। ৭ এপ্রিল সকাল ৯:৪৫ মিনিটে অন্নপূর্ণার চূড়ায় পৌঁছান। পরদিন ক্যাম্প ২ ও ১ হয়ে বেজক্যাম্পে ফিরে আসেন।
পর্বতারোহণ ক্লাব সূত্রে জানা যায়, অভিযান শেষে বাবর আলী শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আশঙ্কামুক্ত। বিশ্রামের পর তাঁর পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে।
মেহেদী হাসান