
ছবিঃ সংগৃহীত
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বড় অগ্রগতি হয়েছে, জানিয়ে প্রধান উপদেষ্টা, হাই রিপ্রেজেনটেটিভ, কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান বলেন, ২০১৮-২০ সালে মিয়ানমারের কাছে ৬ কিস্তিতে ৮ লক্ষ রোহিঙ্গাদের তালিকা দেয়া হয়েছিল। ওই তালিকা থেকে ২ লক্ষ ৫০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার পর্যালোচনা করেছে, এবং এর মধ্যে ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গাকে আইডেন্টিফাই করা হয়েছে যারা মিয়ানমার থেকে এসেছেন।
তিনি আরও বলেন, বাকি ৭০ হাজার রোহিঙ্গার ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন রয়েছে, যা দূরীকরণের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে।
এছাড়া, ৫ লক্ষ ৫০ হাজার রোহিঙ্গার বিষয়ে মিয়ানমার অতি দ্রুততার সাথে পর্যালোচনা সম্পন্ন করবে বলেও তিনি জানান।
ড. খলিলুর রহমান বলেন, ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গার জন্য একটি প্রক্রিয়া প্রণয়ন করা হচ্ছে যাতে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এই প্রক্রিয়ায় তাদের যাত্রাপথ, গন্তব্যস্থলে সেফটি সিকিউরিটি এবং জীবন-জীবিকার নিশ্চয়তা দেওয়া হবে। মিয়ানমার থেকে প্রত্যাবাসিতদের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, যা ২০১৮ সালে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় হচ্ছে।
তিনি বলেন, “আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবে, সেটাই আমাদের লক্ষ্য"।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1A5Wn4g7NR/
মারিয়া