ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পীর সাহেব চরমোনাই 

বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাগতম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৯, ৮ এপ্রিল ২০২৫

বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাগতম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ দলের এক নিয়মিত বৈঠকে যুক্ত হয়ে বলেন, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ছিলেন। ইসলামে “সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে” মর্মে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের সন্মান বৃদ্ধি করা হয়েছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও সারাবিশ্বের ব্যবসায়ীদেরকে আমাদের ভূমিতে স্বাগত জানাই। 

চলমান বিনিয়োগ সম্মেলনে আগত বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। এদেশের মানুষ ধার্মিক। ধর্মোন্মাদ নয়। সততা, কর্তব্যনিষ্ঠতা, দায়বদ্ধতা আমরা ধর্ম থেকেই শিখেছি। একই সাথে আমাদের রয়েছে বিপুল উদ্দীপনাময় শিক্ষিত তারুণ্য। আমাদের রাজনৈতিক পরিস্থিতি শান্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আগের যে কোন সময়ের চেয়ে ভালো। ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি চমৎকার স্থান। আমরা আপনাদের আগমনকে স্বাগত জানাই এবং আপনাদের বিনিয়োগের সুরক্ষায় যা যা করনীয় তা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা করবো;ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। অতিত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। আর কোন স্বৈরতন্ত্র যাতে জন্ম নিতে না পারে সেজন্য জাতি হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। 

আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বাংলাদেশের ইসলামপন্থা একটি শান্তিপূর্ণ সংস্কারমূলক ধারায় কাজ করে। এই ভূখন্ডে ইসলাম প্রসারের ঐতিহাসিক কারণেই এখানে সহিংসতার কোন স্থান নাই। বিচ্ছিন্ন কোন ঘটনাকে বড় করে না দেখে বরং  সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বাংলাদেশকে একটি ইতিবাচক, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কর্মঠ জনগোষ্ঠির দেশ হিসেবেই দেখা যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে উপস্থিতি ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউুনস আহমেদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ্।

ফারুক

আরো পড়ুন  

×