ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দারিদ্র্যকে জয় করে সফল ফ্রিল্যান্সার মামুন, মানবতার কল্যাণে বিলিয়ে দেন নিজ উপার্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩২, ৮ এপ্রিল ২০২৫

দারিদ্র্যকে জয় করে সফল ফ্রিল্যান্সার মামুন, মানবতার কল্যাণে বিলিয়ে দেন নিজ উপার্জন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা মামুন, একসময় অভাব ছিলো তার নিত্যসঙ্গী। দারিদ্র্যকে জয় করে কীভাবে সচ্ছল হবেন, এ চিন্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতো। প্রতিকূল পরিবেশে লড়াই করে সেই আবদুল্লাহ আল মামুন এখন ফ্রিল্যান্সিং করে সফল উদ্যোক্তা।

মামুন গড়েছেন পাউচ-কেয়ার নামের নিজের একটি প্রতিষ্ঠান। তার পাউচ-কেয়ার ডিজিটাল মার্কেটিং কোম্পানির সেবাসমূহের মধ্যে রয়েছে- অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ আরো অনেক কিছু। তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কাজ করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের অসংখ্য তরুণ-তরুণী। মামুন পাউচ-কেয়ার নামে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসাসহ গড়ে তুলেছেন বহুজাতিক ব্যবসা।

অর্থনৈতিক সংকট ও জীবনের নানা প্রতিকূলতা- সবকিছুকে জয় করে আজ একজন সফল উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন। তার প্রতিষ্ঠিত পাউচ-কেয়ার সবার কাছে একটি অনুপ্রেরণার নাম। তার প্রতিষ্ঠানে রয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ। ২৫ বছর বয়সী মামুন এখন শত যুবকের স্বপ্ন দেখার চোখ। আবদুল্লাহ আল মামুন ফুলপুর শিববাড়ি রোডের মোঃ ফারুকের ছেলে, দুই ভাইয়ের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।

ছোটবেলা থেকেই দারিদ্র্য আর কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেছেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের তেমন বড় সুযোগ না থাকলেও হাল ছাড়েননি মামুন, তার সংগ্রাম ও সাফল্য পুরো এলাকার জন্য এখন এক দারুণ উদাহরণ।

সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কিছু মানুষ আছেন যারা গড়ে উঠেন সমাজের প্রয়োজনেই, যারা কাজ করেন সমাজ বিনির্মাণের জন্য। কিছু মানুষ এই সমাজের ফেরিওয়ালা হিসেবে কাজ করেন, তবে তা নীরবে-নিভৃতে। এমনই একজন মানুষ আবদুল্লাহ আল মামুন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যার মূল উদ্দেশ্য। বর্তমানের তথাকথিত সমাজসেবকদের কাছে তিনি এক অনুপম আদর্শ।

মানবতার জন্য তারুণ্যকে বিলিয়ে দিতে চান তিনি। স্থানীয় সাংবাদিকদের এবং অন্যান্য মাধ্যমে কোথায় কোনো অসহায় এবং দরিদ্র, বৃদ্ধ, অসুস্থ খাবারের কষ্ট করছেন জানতে পারলেই খোঁজ-খবর নেন তার প্রতিষ্ঠানের কর্মী ও মামাতো ভাই রাকিবুল হাসান রাশেদ। এরপর খাবার নিয়ে তাদের বাড়িতে হাজির হয় পাউচ-কেয়ার এর কর্মীরা।

২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ফুলপুর, শেরপুর, হালুয়াঘাট ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও ২ হাজার পরিবারকে আর্থিক সহয়তা এবং শীতের সময় শীতার্তদের মধ্যে ৫ হাজার কম্বল বিতরণ করে পাউচ-কেয়ার। গত দুই বছরে ১ হাজারের অধিক ব্যক্তিকে ঔষধ এবং খাবার দিয়ে সহায়তা করেছে পাউচ-কেয়ার। এছাড়াও পাউচ-কেয়ার উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় অনুদান, জমি কিনে দেওয়াসহ একটি বৃদ্ধাশ্রম নির্মাণেরও প্রস্তুতি চলছে। 

প্রচারবিমুখ সমাজহিতৈষী তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন মানবতার কল্যাণে নিজের উপার্জন সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মানসিক প্রশান্তি খুঁজে বেড়ান।

এসব করে সমালোচিতও হয়েছেন আবদুল্লাহ আল মামুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার অসহায় নারী-পুরুষকে ঈদ উপহারের শাড়ি, পাঞ্জাবি উপহার দিয়ে আলোচনায় আসেন তিনি। আলোচনা হয় তার আয়ের উৎস নিয়েও। নিন্দুকের কটু কথার তীর তাকে বিদ্ধ করলেও তিনি পিছু হটেননি। গরিব-দুঃখীদের কষ্ট তাকে ছুঁয়ে যায়।

ভবিষ্যতের ইচ্ছে কী এমন প্রশ্নে আবদুল্লাহ আল মামুন বলেন, 'ইচ্ছে আছে এই কার্যক্রম আরও অনেক দূর নিয়ে যাওয়ার, সামান্য হলেও কিছু বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করার। আমি হয়তো একদিন মারা যাবো। কিন্তু এই কার্যক্রম যেন বন্ধ না হয় সেই ব্যবস্থা করে যাব।'

রাকিব

আরো পড়ুন  

×