ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সংরক্ষণে অবহেলা হলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ হুমকিতে পড়বে-জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:২৮, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৫৭, ৮ এপ্রিল ২০২৫

সংরক্ষণে অবহেলা হলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ হুমকিতে পড়বে-জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আবু হাসানাত মোহাম্মদ আরেফিন বলেছেন, ‘প্রাণ-প্রকৃতি খাল-বিল, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের বাস উপযোগী পরিবেশ থাকবে না।’

তিনি আরো বলেন, ‘কুয়াকাটা পর্যটন এলাকার উন্নয়নে পর্যটকদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পৌরসভা কর্তৃপক্ষের বিশেষ ভূমিকা পালন করতে হবে।’ 

কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত নবিনপুর কচ্ছপখালী খালের পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে জেলা প্রশাসক আবু হাসানাত আরেফিন এসব বলেন।

মঙ্গলবার বেলা ১১ জনাব আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, পৌর জামায়েত ইসলামী'র আমির মাওলানা শহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীরা। পরিবেশ কর্মীরা জানান এখালটি রক্ষায় বর্জ্য অপসারণের পাশাপাশি দখল দূষণ বন্ধে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মেজবাহউদ্দিন মাননু/মেহেদী হাসান

আরো পড়ুন  

×