
ছবি: সংগৃহীত
গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (০৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব প্রশাসনের পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি জানান।
এসময় জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ। তিনি বলেন,আমার জীবদ্দশায় এরকম ধ্বংসযজ্ঞ, এরকম মানবিক বিপর্যয় আমি কখনো দেখিনি, যা আমরা গাজায় প্রত্যক্ষ করছি। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করেছিল, তখন পশ্চিমারা তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল। কিন্তু বছরের পর বছর পশ্চিমাদের সহায়তায় দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালালেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফিলিস্তিনে বছরের পর বছর নির্মম অত্যাচার চলছে, সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একটি জাতিকে বিলুপ্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে। আরব বিশ্বকে বলব আপনারা এগিয়ে আসুন। পশ্চিমাদের প্রতি চাপ সৃষ্টি করুন, প্রয়োজনে তেল রপ্তানি বন্ধ করুন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের জনগণের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এই গণহত্যার জন্য ইসরায়েলের চেয়ে বেশি দায়ী স্বৈরাচারী মার্কিন প্রশাসন এবং তাদের দোসররা। এটা কেমন কথা! যেখানে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, অথচ সেই চুক্তি ভেঙে গণহত্যা চালানো হচ্ছে।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, মানবতার প্রশ্নে আমাদের করণীয় আমাদেরই ঠিক করতে হবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বড় কিছু না পারলেও, বিখ্যাত মানবাধিকারকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—যদি মুসলমান বা অন্য ধর্মাবলম্বীদের রক্ত আপনাদের স্পর্শ না করে, তবে আপনারা সত্যিকারের অধিকারকর্মী নন। আপনাদের ‘মানবাধিকার’ আসলে পুঁজিবাদ ও ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল। আজ গাজায় যে গণহত্যা চলছে, তা কোনো রাজনীতি বা অর্থনীতিই সমর্থন করে না। যে ‘গণতন্ত্রের’ বুলি দিয়ে আপনারা শিশু হত্যা করছেন, তা আদতে মানবতার বিরুদ্ধে যায়। মানুষ হন, তারপর পৃথিবী শাসন করুন।
মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা। এছাড়া এসময় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক মাসুদা পারভীন প্রমুখ।
ওয়াজহাতুল ওয়াস্তি/মেহেদী হাসান