ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মসজিদের ইমাম গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৮:৩৭, ৮ এপ্রিল ২০২৫

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মসজিদের ইমাম গ্রেফতার

ছবি: সংগৃহীত

ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামের এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুফতি এবাদুল ইসলাম ফরিদী বরিশাল জেলার উজিরপুর থানার সালতা হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীখন্ডিয়া নূর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

জানা গেছে, গত ৫ এপ্রিল ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি পোস্টের কমেন্ট বক্সে অভিযুক্ত ইমাম তার ফেসবুক আইডি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই বিষয়টি দলের নেতাকর্মীদের নজরে এলে ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম সুমন বলেন, '৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

রাকিব

আরো পড়ুন  

×