ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে বাড়ি পুড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,বোয়ালমারী,ফরিদপুর

প্রকাশিত: ১৮:৩০, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩০, ৮ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে বাড়ি পুড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ সাহা'র (৬০) বিরুদ্ধে মামলা হয়েছে। সামেলা বেগম নামে এক  অসহায় মহিলার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এ মামলা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় থানায় এ মামলা হয়েছে। মামলা নাম্বর ১৩। এর আগে গত ৬ এপ্রিল আ'লীগ নেতা সুবাষ সাহার বিরুদ্ধে অসহায় এক মহিলার বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে অসহায় সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছেন। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি টুকু পাওয়ার জন্য সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গত ৫ এপ্রিল শনিবার সামেলা বেগম বাড়িতে না থাকায় রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ'র বিরুদ্ধে। এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ'র নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন।

এদিকে, এ ঘটনাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সাতৈর বাজার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুবাস সাহা বলেন, কিছু কুচক্রী মহল আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষে হত দরিদ্র সামেলা নামের এক মহিলার বাড়ি পোড়ানোর অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পোড়ানোর ঘটনায় সুভাষ সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এন কে বি নয়ন/মেহেদী হাসান

আরো পড়ুন  

×