ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় আদালতে ২ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৮:২২, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২২, ৮ এপ্রিল ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় আদালতে ২ কোটি টাকার মানহানি মামলা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করায় আদালতে দুই কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী দুজন সাংবাদিক। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে স্থানীয় প্রভাবশালী সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেনের নামে এ মামলা দায়ের করা হয়।

ভূক্তভোগী সাংবাদিক ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি খালের কিছু অংশ দখল করে অবৈধভাবে পাকা ভবন ও কাঁচা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় প্রভাবশালী সৈয়দ শাহআলম ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক মোঃ আতিকুর রহমান ও সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা সম্প্রতি ওই দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করেন। পরে ওই প্রভাবশালীদের নির্মাণ কাজ বন্ধ করে দেন প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে দখলদার সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নিজেদের অপরাধ ঢাকতে তারা মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচার করে বলেন, 'সাংবাদিক মোঃ আতিকুর রহমান ও সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম আমাদের কাছে চাঁদা দাবি করেন। তাদেরকে চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।'

এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে তাদেরকে সমাজে হেয়প্রতিপন্ন ও তাদের মানহানি করায় সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেনকে আসামি করে সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ ও সৈয়দ রাকিবুল ইসলাম বাদি হয়ে আদালতে দুই কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেছেন।

বাদি মোঃ আতিকুর রহমান আজাদ বলেন, 'আমি দীর্ঘদিন যাবত কালকিনি ও ডাসার উপজেলার জাতীয় দৈনিক দিনকাল, প্রতিদিনের সংবাদ ও স্যাটেলাইট চ্যানেল 'এস' এর ডাসার উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্বে রয়েছি। আসামিদ্বয় নিজের অপরাধ ঢাকতে অপকৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে মিথ্যা মানহানিকর কথা উল্লেখ করায় ন্যায়বিচার দাবি করে আমি তাদের নামে মানহানি মামলা দায়ের করেছি।'

মো. জাফরুল হাসান/রাকিব

আরো পড়ুন  

×