ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ট্রেনযাত্রী ও সাধারণ মানুষের অসতর্কতায় বাড়ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা

ছাইফুল ইসলাম খান, সংবাদদাতা, ভাঙ্গুরা, পাবনা

প্রকাশিত: ১৭:৩৪, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৪, ৮ এপ্রিল ২০২৫

ট্রেনযাত্রী ও সাধারণ মানুষের অসতর্কতায় বাড়ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা

ছবি: সংগৃহীত

চলন্ত অবস্থায় ট্রেনে ওঠা-নামা, ছাদে ভ্রমণ, দুই বগির সংযোগস্থল বাফারে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে যাতায়াত, রেল লাইনের পাশ দিয়ে কানে হেডফোন লাগিয়ে হাঁটা, রেললাইনে বসে থাকা, অসতর্কভাবে রেললাইন পার হওয়া, রেলওয়ে ওভারব্রিজ ব্যবহার না করায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

পাবনার ভাঙ্গুরায় গত ১৫ মাসে ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঈদের তৃতীয় দিন বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় আন্তঃনগর চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই তরুণ নিহত হয়।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় আরও দুজন। ওই তরুণরা ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পাবনার ভাঙ্গুরা উপজেলার এলাকার বাসিন্দা।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ৩ এপ্রিল (বুধবার) পর্যন্ত ঐ দুজনসহ ১৩ জনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে দুজন নারী ও এক শিশুও রয়েছে।

এসব ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ে থানায় ৩০টি অপমৃত্যু ও দুটি নিয়মিত মামলা হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ সেকশনের ভাঙ্গুরা চাটমোহর বড়াল ব্রিজ গুয়াখাড়া ১শ' কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের (৩ এপ্রিলে) এসব মৃত্যুর ঘটনা ঘটে।

গেল বছর সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে সেপ্টেম্বর মাসে। এদের মধ্যে একজন অজ্ঞাতনামা শিশু রয়েছে।

এদিকে চলতি বছরের শুধু জানুয়ারিতেই ৪ জনের লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ। তাদের মধ্যে একজন অজ্ঞাতনামা নারী রয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা (সিআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, 'কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাহাঁটি করা অথবা লাইনে বসে গল্পগুজবে মশগুল থাকায় অনেকেই ট্রেন দুর্ঘটনার শিকার হন। এসব বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং রেলপুলিশ যৌথভাবে প্রতি মাসেই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।'

এছাড়াও রেলস্টেশন, রেললাইন সংলগ্ন এলাকার মসজিদ ও স্কুলে সচেতনামূলক কার্যক্রম চালানো হয় উল্লেখ করে জনগণকে আরও সচেতন হতে হবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি জানান, 'ট্রেনযাত্রী ও সাধারণ মানুষের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটছে।'

ছাইফুল ইসলাম খান/রাকিব

আরো পড়ুন  

×