ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নাসার সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৪, ৮ এপ্রিল ২০২৫

নাসার সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আজ ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনটি বিশেষ গুরুত্ব বহন করছে। সকালে, জাপানি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিন, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সাথে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তিটি মূলত অসামরিক এবং এর আওতায়, নাসা বাংলাদেশের সাথে মহাকাশ গবেষণার বিভিন্ন তথ্য শেয়ার করবে।

বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মহাকাশ গবেষণায় নাসা যে ধরনের তথ্য এবং কার্যক্রম পরিচালনা করে, সেগুলো বাংলাদেশে শেয়ার করা হবে। বাংলাদেশ এখন মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করতে আগ্রহী এবং এ উদ্দেশ্যে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মহাকাশ গবেষণা কার্যক্রম চালানো হচ্ছে।

এই চুক্তির মাধ্যমে, নাসার অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞান বাংলাদেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিনিময় হবে, যা বাংলাদেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

এতদিন, নাসার মহাকাশ অভিযানগুলো সম্পর্কে জানার সুযোগ ছিল না, কিন্তু এই চুক্তির পর বাংলাদেশের গবেষকদের জন্য বিশ্বমানের তথ্য এবং অভিজ্ঞতা লাভের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তি বাংলাদেশের মহাকাশ গবেষণায় একটি নতুন যুগের সূচনা করবে।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=2zSkcp6YVQQ

আবীর

আরো পড়ুন  

×