
যুক্তরাষ্ট্রে রপ্তানির উদ্দেশ্যে ইতোমধ্যে যেসব পণ্য কন্টেইনারে তোলা হয়েছে, সেগুলো যেন বাড়তি শুল্কের আওতায় না পড়ে, সেজন্য ৯ এপ্রিলের (আগামীকাল বুধবার) আগেই পণ্য জাহাজে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজিএমইএ তার সদস্যদের এ নির্দেশনা দিয়েছে।
মার্কিন প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা আমদানি শুল্ক আরোপ করেছে। নতুন এই শুল্কনীতি ৯ এপ্রিল থেকে কার্যকর হবে।
এ লক্ষ্যে বিজিএমইএ চিঠি দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা), বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা), বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা তাদের অর্ডার স্থগিতের অনুরোধ জানিয়েছে বাংলাদেশি রপ্তানিকারকদের কাছে। এমন পরিস্থিতিতে যাতে রপ্তানির জন্য প্রস্তুত পণ্য বাড়তি শুল্কের আওতায় না পড়ে এবং অর্ডার বাতিলের ঝুঁকি না থাকে, সেজন্য দ্রুত রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ২,৩২৬টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেছে। এরমধ্যে এক-চতুর্থাংশের বেশি রপ্তানি করেছে ৯৫৭টি প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই তৈরি পোশাক খাতে সংশ্লিষ্ট।