
ছবি: সংগৃহীত
হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মেডিক্যাল সেন্টারে টিকা নেওয়ার পূর্বে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনতে হবে।
এ বিষয়ে সোমবার (৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে, যা স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের আলোকে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (যা ৩ মাসের মধ্যে সম্পন্ন হতে হবে) সঙ্গে নিতে হবে। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে: ইউরিন আর/এম/ই, আরবিএস, এক্সরে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য এই নির্দেশনা অত্যন্ত জরুরি।
এছাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহকৃত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। ঢাকা জেলা সিভিল সার্জন অফিস ছাড়া অন্যান্য জেলার সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করা যাবে। এছাড়া, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালসহ অন্যান্য কেন্দ্র থেকেও টিকা নেওয়া যাবে।
যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিহাব