ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শনিবার ঢাকায় বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান আজহারীর

প্রকাশিত: ১৪:২০, ৮ এপ্রিল ২০২৫

শনিবার ঢাকায় বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান আজহারীর

ছবি: সংগৃহীত

বিক্ষোভের নামে লুটপাট করা সম্পূর্ণ অশোভন আচরণ, যারা এ ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ডে জড়িত, তারা সুযোগের অভাবে সৎ বলে মন্তব্য করেছেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তাঁর মতে, এরা কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে ঠেলে দেয় এবং যে কোনো স্মার্ট মুভকে এক মুহূর্তে পন্ড করে দেয়। এছাড়া, তারা মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে অপ্রাসঙ্গিক কাজে জড়িয়ে পড়ে। মুমিনদের আচরণ এমন হওয়া উচিত নয়; প্রতিবাদে প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত যুক্তিযুক্ত এবং বুদ্ধিদীপ্ত।

মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি এই মন্তব্যটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। এর আগে সোমবার তিনি এক ভিডিও বার্তায় ঢাকা শহরে আগামী শনিবার (১২ এপ্রিল) বিক্ষোভের ঘোষণা দেন। তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে গাজায় ফিলিস্তিনিদের উপর সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।

আজহারী বলেন, শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই বিক্ষোভটি শেষ হবে। তিনি এই সমাবেশে নিজে উপস্থিত থাকারও আশা প্রকাশ করেন এবং সকলকে যোগদানের আহ্বান জানান। তিনি বলেন, “এটি মানবতার, ন্যায়ের এবং গাজাবাসীদের পক্ষে একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।”

শিহাব

আরো পড়ুন  

×