ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

লামায় ফের তামাক চাষি ও শ্রমিকসহ ৯ জন অপহরণ, উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৪:০৫, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০০, ১৬ এপ্রিল ২০২৫

লামায় ফের তামাক চাষি ও শ্রমিকসহ ৯ জন অপহরণ, উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদেরকে অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি। 

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা জানান, "একের পর এক অপহরণের কারনে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফাজ্জল হোসেন বলেন, "অপহরণের খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন।" মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

আবীর

×