ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

‘আপনারা এমন করলে পুরা দেশের আইনশৃংখলা কীভাবে ঠিক রাখব’

প্রকাশিত: ১৩:৫৭, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৫, ৮ এপ্রিল ২০২৫

‘আপনারা এমন করলে পুরা দেশের আইনশৃংখলা কীভাবে ঠিক রাখব’

ছবি: সংগৃহীত

নববর্ষের আগমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং প্রশ্নের উত্তরে বলেন, "আপনারা এমন করলে পুরো দেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক রাখব?"

এসময়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী প্রেস ব্রিফিংয়ে জানান, "চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকা ও সারা দেশে বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এসব অনুষ্ঠান সম্পর্কে হাইলাইটস নিয়ে আগামীকাল একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।"

তিনি আরও বলেন, "আগামীকালের প্রেস কনফারেন্সে আমি, আমাদের এলজিআরডি এডভাইজার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সুপ্রদীপ চাকমা দাদা উপস্থিত থাকবেন। প্রেস কনফারেন্সের সময় ও স্থান সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানানো হবে।"

জনাব ফারুকী বলেন, "আজকের প্রশ্নের উত্তর না দিয়ে একটু অপেক্ষা করুন, আগামীকাল আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারবেন।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=r3klzGItNT4

আবীর

×