
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের তো এমন প্ল্যান আছে কবে কী করব। আমরা মিটিং করছি, এটাও প্ল্যানিংয়ের অংশ।” তিনি জানান, নির্বাচন কমিশন নিয়মিত বৈঠকের মাধ্যমে সময়মতো প্রস্তুতি নিচ্ছে।
দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি দল উচ্চ আদালতে রিট করেছে। এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে এক-দুটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এছাড়া আগামী ২০ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আবেদন করতে প্রস্তুত রয়েছে। বর্তমান আইনের আওতায়ই দলগুলোর নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সম্পর্কে তিনি বলেন, “আইনে একটি করণিক ভুল ছিল, সেটি সংশোধনের জন্য একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তবে এখনও কেবিনেট থেকে অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই সীমানা নির্ধারণ করা হবে।”
কানন