
ছবিঃ সংগৃহীত
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচীর সাথে একাত্ব জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজার সমর্থনে বিভিন্ন স্লোগানে টিএসসি চত্বর মুখোরিত করে তোলেন।
শিক্ষার্থীরা বলেন, ‘যতক্ষণ না যুদ্ধবিরতির ঘোষণা না পাবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ছাড়বো না। তারপরও যদি আমাদেরকে সেই সুসংবাদ না দেওয়া হয়, ফিলিস্তিন মুক্তির সুসংবাদ আমরা না পাই, কিভাবে সুসংবাদ আনতে হয়, কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় সেটা আমাদের ভালভাবে জানা আছে। বাংলাদেশের সরকারকে আহ্বান জানাবো আপনারা বর্ডার খুলে দেন, আমরা ফিলিস্তিন যাবো। আমরা যুদ্ধ করবো।’
এ সময় তারা জোরালো কণ্ঠে স্লোগান দেন, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। বিশ্বের মুসলিম এক হও এক হও।’