ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

৯ মাসে রফতানি আয় বাড়লো ১০.৬৩ শতাংশ

প্রকাশিত: ০৯:০০, ৮ এপ্রিল ২০২৫

৯ মাসে রফতানি আয় বাড়লো ১০.৬৩ শতাংশ

ছবি : সংগৃহীত


বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই থেকে মার্চ) দেশের মোট রপ্তানি আয় ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৬৩ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।  

 

 

প্রস্তুত পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে অব্যাহত রয়েছে। এ খাত থেকে ৩ হাজার ২৪ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে, যা গত বছরের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি। চামড়া ও চামড়াজাত পণ্য খাতেও সন্তোষজনক প্রবৃদ্ধি দেখা গেছে, এ খাতের রপ্তানি আয় ৮৫ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে, যা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এছাড়া বাইসাইকেল রপ্তানি থেকে ৮ কোটি ৬৬ লাখ ডলার আয় হয়েছে, যেখানে প্রবৃদ্ধির হার ৭.১ শতাংশ। প্লাস্টিক পণ্য রপ্তানি ২২ কোটি ৬৩ লাখ ডলার এবং কৃষিজাত পণ্য রপ্তানি ৮০ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে, যা যথাক্রমে ৬.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

 

 

অন্যদিকে, বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য পতন ঘটেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ খাত থেকে ৬২ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৬৮ শতাংশ কম। এই অবনতি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।  

সামগ্রিকভাবে রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আশাব্যঞ্জক হলেও পাট খাতের এই পতন সংশ্লিষ্টদের জন্য ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন কৌশল প্রণয়নের মাধ্যমে পাট খাতকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সূত্র:https://youtu.be/UZ2ujblsv30?si=N6jzWHZsUZHWIH7D

আঁখি

আরো পড়ুন  

×