
ছবিঃ সংগৃহীত
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ আরোহণ করলেন পর্বতারোহী বাবর আলী।
সোমবার ( ৭ এপ্রিল) ভোরে অন্নপূর্ণা-১ এর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান চট্টগ্রামের এই চিকিৎসক। ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার এই পর্বতশৃঙ্গে প্রথমবার উড়লো লাল-সবুজের পতাকা। বাবর আলী সুস্থ অবস্থায় ক্যাম্প-৩ তে নেমে এসেছেন। বুধবার নামবেন বেইসক্যাম্পে।
এ অভিযানের জন্য গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান তিনি। গত বছর এভারেস্ট এবং লোৎসে জয় করেছিলেন পর্বতারোহী বাবর আলী।
ইমরান