ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আমি বৈষম্যের শিকার, মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি: ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ০৪:৩০, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:৩১, ৮ এপ্রিল ২০২৫

আমি বৈষম্যের শিকার, মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি: ব্যারিস্টার সুমন

ছবিঃ সংগৃহীত

নিজেকে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।  

তিনি বলেছেন, ‘সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা তাও উনি জামিন পেয়েছেন। আমার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই তাও আমি জামিন পাই না, আমি বৈষম্যের শিকার। আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি।'

তিনি আরও বলেন, 'সব মানুষ যেন ভালো আচরণ করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে, এটাই আমার চাওয়া। 

এছাড়াও তিনি বলেন, 'আমাদের এলাকার ফুটবল যেন নষ্ট না হয়।'

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মামলার শুনানির জন্য হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে।  শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  আদালতের রায়ের পর সুমনকে কারাগারে নেয়ার পথে এসব কথা বলেন তিনি।

সূত্রঃ https://youtu.be/FzFj62UsUJQ?si=bYH8wjLmblZgN3Zv

ইমরান

×