ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মুসলিম নিধনে গেরুয়া শাদা ঐক্যের স্পিরিট নিয়ে যা জানালেন আসিফ নজরুল

প্রকাশিত: ০২:১৮, ৮ এপ্রিল ২০২৫

মুসলিম নিধনে গেরুয়া শাদা ঐক্যের স্পিরিট নিয়ে যা জানালেন আসিফ নজরুল

 

গাজা-প্রশ্নে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ডানপন্থীরা ইজরায়েলের সো-কল্ড "আত্মরক্ষার অধিকার"কে সমর্থন করে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ রাতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ মন্তব্য করেন।

আসিফ নজরুল তার পোস্টে বলেন, গাজা-প্রশ্নে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ডানপন্থীরা ইজরায়েলের সো-কল্ড "আত্মরক্ষার অধিকার"কে সমর্থন করে। কিন্তু সেসব দেশের সাধারণ মানুষ দুর্দান্ত প্রতিবাদ দেখাচ্ছে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে এবং অপরাপর জনপরিসরে। জার্মানীর একটা অংশ ইজরায়েলকে সাপোর্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইহুদীদের ওপর তাদের চালানো হলোকাস্টের অপরাধবোধ থেকে। ফ্রান্স ও কানাডার রক্ষণশীল রাজনীতির একটা ক্ষুদ্র অংশকেও এই ধূয়া তুলতে দেখা যায়। যদিও সেসব দেশের আমজনতা ফিলিস্তিন-প্রশ্নে ব্যাপক প্রতিবাদী।

তিনি তার পোস্টে আরো বলেন, তবে, এসব দেশের জনসাধারণ গাজায় ঘটে চলা ইতিহাসের নৃশংসতম গণহত্যার পক্ষে গণহারে উল্লাস করেছে -- এমনটা কখনো দেখা যায় নি।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো এই গণহত্যার পক্ষে অসভ্য বর্বরোচিত উল্লাস কেবল পৃথিবীতে একটি দেশের রাস্তাঘাটে দেখা যায় উল্লেখ করে তিনি আরো বলেন, এবং এই একটি দেশেই সেটা হওয়া সম্ভব। সেটি সো-কল্ড ইজরায়েলি "আত্মরক্ষার অধিকার" জাতীয় ভাঁওতাবাজি দিয়ে নয়, বরং আরো সোজাসাপ্টা। মুসলিম-নিধনে গেরুয়া-শাদা ঐক্যের স্পিরিট থেকে।

আপনি যদি সেই দেশটির নাম না জানেন, বব ডিলানকে জিজ্ঞেস করুন: দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড!

ফুয়াদ

×