
ছবিঃ সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'-এর ব্যানারে আয়োজিত "মার্চ ফর গাজা" শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
আজহারী বলেন, “আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে, ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল, শনিবার। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "আমি নিজে সশরীরে এই বিক্ষোভে উপস্থিত থাকবো এবং আপনাদের সবাইকে দলে দলে যোগদানের আহ্বান জানাচ্ছি। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজার মানুষের পাশে দাঁড়াতে দল-মত, জাতি-বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রতিবাদে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।”
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গাজায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন। বিশ্বজুড়ে সাধারণ মানুষ ও মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়ে আসছে। বাংলাদেশেও বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে।
ইমরান