
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় পৌঁছে গেছেন, যেটি হিমালয়ের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ হিসেবে পরিচিত। তিনি এই পর্বত জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে এই শৃঙ্গে ওঠার কৃতিত্ব অর্জন করেছেন। অভিযানটির ব্যবস্থাপক ফরহান জামান নিশ্চিত করেছেন যে, ৭ই এপ্রিল সোমবার ভোরে বাবর আলী চূড়ায় পৌঁছান।
পর্বতটি উচ্চতায় বিশ্বের দশম হলেও, বিপদজনকতার দিক থেকে শীর্ষে থাকা শৃঙ্গগুলোর একটি, যেখানে মৃত্যুর হার প্রায় ১৪ শতাংশ। এই অভিযানটিতে বাবর আলীর সঙ্গী ছিলেন অভিজ্ঞ গাইড ফূর্বা অংগেল শেরপা। বর্তমানে তিনি ক্যাম্প-৩ এ অবস্থান করছেন এবং আগামী দিনগুলোতে ধাপে ধাপে নিচে নেমে আসবেন।
ভার্টিকেল ড্রিমার্স জানায়, এ পর্যন্ত মাত্র ৫১৪ জন এই পর্বত জয় করেছেন, আর মারা গেছেন ৭৩ জন পর্বতারোহী। বাবর আলী ২৪শে মার্চ নেপালে পৌঁছান এবং ২৮শে মার্চ বেসক্যাম্পে যান। তিনি পেশায় একজন চিকিৎসক, যিনি ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট এবং লোৎসে পর্বতও জয় করেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাঙালি হিসেবে কঠিন ও কারিগরি চূড়া আমা দাবলাম জয় করে নজির গড়েছিলেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18Vm173rjk/
মারিয়া