ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

স্বাধীনতার কনসার্ট একদিন পিছিয়ে ১২ এপ্রিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:২৭, ৮ এপ্রিল ২০২৫

স্বাধীনতার কনসার্ট একদিন পিছিয়ে ১২ এপ্রিল

স্বাধীনতার কনসার্ট একদিন পিছিয়ে ১২ এপ্রিল হবে

গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতার কনসার্ট একদিন পিছিয়ে ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই নতুন সময়সূচির কথা জানান। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে এ্যানী বলেন, ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরাইলিরা গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। সেই মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন সর্বপ্রথম এই ন্যক্কারজনক এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজকে সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।
এ্যানী বলেন, ১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত স্বাধীনতা কনসার্ট। শুধু রাজধানী ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও আমরা ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট করার ঘোষণা দিয়েছিলাম। তবে সেদিন শুক্রবার আমরা ধর্মপ্রাণ মুসলমান সবাই একাত্ম হয়ে গাজায় ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব।

সেজন্য আমরা ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্র্ট অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা  করছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীসহ চার বিভাগে। 
এ্যানী জানান, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে দেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি। সেজন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর কোষাধ্যক্ষ ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংগঠনের সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

×