ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সন্তানদের জন্য ১ শতাংশ

বিবিসি অবলম্বনে

প্রকাশিত: ২৩:৩৬, ৭ এপ্রিল ২০২৫

সন্তানদের জন্য ১ শতাংশ

বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, তার বিপুল সম্পদের ৯৯ শতাংশেরও বেশি তিনি দান করে দেবেন। আর সন্তানদের জন্য রেখে যাবেন মাত্র ১ শতাংশেরও কম। তার মতে, সন্তানদের নিজ যোগ্যতায় সফল হওয়াই উচিত, পিতার গড়া সম্পদের উত্তরাধিকার হয়ে নয়। সম্প্রতি পডকাস্টে অংশ নিয়ে গেটস বলেন, ধনীদের সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সম্পদ ভাগাভাগির সিদ্ধান্ত মূলত পরিবারের মূল্যবোধের ওপর নির্ভর করে।
তিনি বলেন, এটা একেকজনের নিজস্ব সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে, সন্তানরা চমৎকার শিক্ষা ও সুযোগ পেয়েছে, কিন্তু সম্পদের এক শতাংশেরও কমই পাবে। বিল গেটসের ভাষ্য, এটা কোনো রাজবংশ নয়, আমি তাদের মাইক্রোসফট চালাতে বলছি না। আমি চাই তারা নিজেরা উপার্জন করুক, নিজেদের পথ গড়ে তুলুক।
বিল গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান- ররি গেটস, জেনিফার গেটস নাসার ও ফিবি গেটস।
৬৯ বছর বয়সী এই ধনকুবের জানান, তিনি চান না তার সন্তানরা বাবার ভাগ্যবান জীবন ও সাফল্যের ছায়ায় ঢাকা পড়ে যাক, বরং নিজেরাই হয়ে উঠুক গুরুত্বপূর্ণ ব্যক্তি। -বিবিসি অবলম্বনে

×