ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই ব্যবসায়িক স্থাপনায় হামলা ‘ন্যাক্কারজনক’: বিডা চেয়ারম্যান

প্রকাশিত: ২৩:১৪, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১৫, ৭ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই ব্যবসায়িক স্থাপনায় হামলা ‘ন্যাক্কারজনক’: বিডা চেয়ারম্যান

ছবিঃ সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) এক নির্দেশনায় তিনি বলেন, "আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।"

আইজিপি আরও বলেন, "সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের নামে সংঘটিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই সহ্য করা হবে না।"

এদিকে দেশের চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন’ শুরু হওয়ার দিনই যেসব ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর হয়েছে, সেটিকে "ন্যাক্কারজনক দৃষ্টান্ত" হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, "যখন আমরা বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে উচ্চপর্যায়ের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছি, ঠিক তখনই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।"

তিনি আরও জানান, হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় উদ্যোক্তা, কেউবা বিদেশি বিনিয়োগকারী—যারা বাংলাদেশের প্রতি আস্থা রেখে বিনিয়োগ করেছিলেন। এ সকল প্রতিষ্ঠানে দেশের অনেক তরুণ কাজ করছিলেন, যাদের কর্মসংস্থান এখন হুমকির মুখে পড়েছে।

"যারা এই জঘন্য হামলা চালিয়েছে তারা সরাসরি দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছে," বলেন বিডা চেয়ারম্যান।

মারিয়া

×