
ছবি: সংগৃহীত
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টয়লেটের গর্তে পড়ে আলী আহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দেড় বছর বয়সী এই শিশুটি উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আলী আকবরের ছেলে।
শিশুর চাচা আব্দুর রকিব জানান, 'দুপুরে ঘরের বাইরে আলী আহাদ খেলা করছিল। প্রতিবেশীর বাড়ির টয়লেটের খোলা গর্ত টিন দিয়ে ঢাকা ছিল। সবার অজান্তে সে ওই গর্তে পড়ে যায়।'
ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, 'হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে যায়।'
রাকিব