ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রায়পুরে আধুনিক ফিটনেস ক্লাব ও লাইব্রেরির যুগলবন্দি, তরুণ প্রজন্মের বিকাশে নতুন মাইলফলক

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:৪৯, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫১, ৭ এপ্রিল ২০২৫

রায়পুরে আধুনিক ফিটনেস ক্লাব ও লাইব্রেরির যুগলবন্দি, তরুণ প্রজন্মের বিকাশে নতুন মাইলফলক

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির অনন্য সংমিশ্রণ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের উদ্বোধন করেন। এ উদ্যোগকে স্থানীয় তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিটনেস ক্লাবের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হাতে-কলমে প্রদর্শন করেন এবং ক্লাবটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। একই ভবনে আধুনিক পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। আমাদের তরুণরা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে, সেজন্য লাইব্রেরির পাশাপাশি ফিটনেস ক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম।'

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন বলেন, 'এটি শুধু একটি ফিটনেস ক্লাব নয়, এটি আমাদের তরুণদের জন্য একটি সামগ্রিক বিকাশের কেন্দ্র। জ্ঞানার্জন ও স্বাস্থ্য সুরক্ষাদুটির সমন্বয় এখানে সম্ভব হয়েছে।'

জেলা প্রশাসক জানান, এই ক্লাব ও লাইব্রেরি স্থানীয় জনগণকে শারীরিক সুস্থতা ও জ্ঞানচর্চার সমান সুযোগ দেবে। তিনি আরও যোগ করেন, 'আমরা চাই তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, আর ফিটনেস ক্লাবে শরীরকে করে তুলুক মজবুত। এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি।'

উদ্বোধন শেষে জেলা প্রশাসক কেরোয়া ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তার এই সক্রিয় অংশগ্রহণ স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা আরও জাগিয়েছে বলে মনে করছে এলাকাবাসী।

রায়পুরের এই উদ্যোগ শুধু একটি ফিটনেস ক্লাব বা লাইব্রেরি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। যেখানে মন ও শরীরের সমন্বিত বিকাশের মাধ্যমে গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানভিত্তিক প্রজন্ম। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ সারাদেশের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রদীপ কুমার রায়/রাকিব

×