
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদুল ইসলাম।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান থেকে জানানো হয়, উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকার রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ মেরামতের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।
এসময় জিওসি মেজর জেনারেল জেএম ইমদুল ইসলাম দুর্যোগে ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয় বোর্ডের খুলানা বিভাগীয় তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সকাল ১১টার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধটির একটি অংশ ভেঙে প্রায় দেড়শ' ফুট বাঁধ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনগণ এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় দুই পাশ থেকে রিংবাঁধ নির্মাণের তৃতীয় স্তরের কাজ চলমান।
মিজানুর রহমান/রাকিব