ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৫, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার ( এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে শহরের শান্তি মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।

সময় সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানানো হয়। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেয়া হয়। বক্তরা সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বিক্রি না করার অনুরোধ করেন।

এছাড়াও ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশর রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানান। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, মূখ্য সংগঠক মোতাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমূখ।

বিকেলে জামায়াত হেফাজতে ইসলাম পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। 

 

 

 

জাহিদ হাসান মাহমুদ মিম্পা/মেহেদী হাসান

×