
ছবি: সংগৃহীত
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই স্লোগান ধারণ করে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজ, ডাঃ ইরফান আহমেদ, মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
মেহেদী হাসান