ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট নগরী, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ১৯:২০, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২২, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট নগরী, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে নগরীতে কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। সোমবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সিলেট জেলা ও মহানগর শাখা। এছাড়াও ছাত্র-জনতা ও তৌহিদী জনতা, বিভিন্ন ইসলামিক দল, সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

এছাড়া, ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট, ডমিনজ পিজ্জা ও দরগাহ গেইটে অবস্থিত বাটার শোরুম ও আম্বরখানা এলাকায় একটি মাকের্টে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এঘটনার পর প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীরা বলেন, 'নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই এদেশে হবে না। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে।' বিক্ষোভকারীরা বাটাকে ইসরায়েলি পণ্য দাবি করে করে বলেন, 'এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত।'

এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

সালাম মশরুর/রাকিব

×