
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহারের অনুমতি থাকবে না, তবে লিফলেট ব্যবহার করা যাবে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি আচরণবিধিমালা তৈরি করছে, যাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। বর্তমানে আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং এটি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
পোস্টার ব্যবহার না করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাব এ রকমই, এবং আমরা এটি ভালোভাবে বিবেচনা করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও নজরে রাখা হচ্ছে, যাতে গুজব নিয়ন্ত্রণ করা যায়।” তিনি আরও বলেন, “আমরা যে টুলসগুলো আছে, সেগুলোর শক্তি বাড়িয়ে কঠোরতা আনতে চাই।”
এছাড়া, নির্বাচনী প্রচারণাপত্র বা লিফলেটের পলিথিনের আবরণ এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার নিষিদ্ধ থাকবে। আচরণবিধির খসড়া প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো ধরনের শোডাউন বা মিছিল করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময়ও শোডাউন করার অনুমতি থাকবে না।
শিহাব